ইন্টারনেট কাকে বলে ? ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা

ইন্টারনেট কাকে বলে ? ইন্টারনেট কী ? ফ্রি ইন্টারনেট ২০২২ এবং ইন্টারনেট সম্পর্কিত সমস্ত সমস্যা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের লেখাটি পড়ে আপনি ইন্টারনেট সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন।

ইন্টারনেট কাকে বলে বা ইন্টারনেট কী ?

ইন্টারনেট কাকে বলে
ইন্টারনেট কাকে বলে

ইন্টারনেট কাকে বলে > ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত পরস্পরের সাথে সংযুক্ত অনেক গুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি। যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে ডেটা আদান-প্রদান করা হয়। 

ইন্টারনেট ব্যবহারের সুবিধা 

পৃথিবীর যত উন্নত হচ্ছে আপাতত অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছি এখন খাবার থেকে শুরু করে পোশাক কেনা গাড়ি ভাড়া করা ডাক্তার দেখানো লেখাপড়া চাকরি ইত্যাদি যাবতীয় কাজ আমরা ইন্টারনেট ব্যবহার করে অনলাইনের মাধ্যমে করে থাকি। 

অর্থাৎ পৃথিবী এখন ইন্টারনেটের  পুরোপুরি নির্ভর করে।  ভবিষ্যতের পৃথিবীতে ইন্টারনেট ছাড়া কল্পনাও করা যায় না।  ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগ চাকুরী থেকে এবং চিকিৎসা ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই সুবিধা রয়েছে। 

যেমন ধরেন আপনি  বাংলাদেশ বসে আমেরিকার বন্ধ বান্ধবের সাথে কথা বলতে পারবেন শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করি। যা অন্য কোন উপায়ে কখনোই সম্ভব নয়।  সুতরাং ইন্টারনেট ব্যবহারে অসুবিধা থেকে সুবিধাই বেশি

ইন্টারনেট ব্যবহারের অসুবিধা

ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমেই চোখের সমস্যা, সহ নানান সমস্যার সৃষ্টি হয়। যেমন ইন্টারনেট ব্যবহার করার জন্য আমাদের ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে হয় এইসব ডিভাইস আমাদের নানান সমস্যার সৃষ্টি করে।

তবে যত যাই বলুন ইন্টারনেট ব্যবহারের অসুবিধার থেকে সুবিধা অনেক বেশি। কারণ বর্তমান পৃথিবীতে ইন্টারনেট ছাড়া কল্পনাও করা যায় না

★★ ডার্ক ওয়েব লিংক – যেভাবে প্রবেশ করবেন

মোবাইল ইন্টারনেটের ইন্টারনেট স্পিড বাংলাদেশের অবস্থান কত?

মোবাইল ইন্টারনেটের স্পিড সূচকে বাংলাদেশের অবস্থান ১৮০ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৭তম। এমনকি এই তালিকায় উগান্ডা বাংলাদেশের থেকে এগিয়ে রয়েছে।

মোবাইল ইন্টারনেট গতিতে শীর্ষ দেশ কোনটি?

ইন্টারনেটের স্পিডে সারা পৃথিবীতে শীর্ষস্থানে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়াতে ইন্টারনেটের গড় গতি ছিলো 29 MBps। দ্রুত গতির ইন্টারনেট রয়েছে এমন দেশগুলোর মধ্যে রয়েছে সুইজারল্যান্ড (21.2 MBps), ডেনমার্ক (20.7 MBps), ফিনল্যান্ড (20.6 MBps), সিঙ্গাপুর (20.2 MBps)।

ইন্টারনেট  কত প্রকার এবং কি কি ?

ইন্টারনেটকে অনেকভাবে ভাগ করলেও ইন্টারনেট মূলত 6 প্রকার যথা:- ডায়াল-আপ (Dial-up), ওয়ারলেস (Wireless),সেলুলার (Cellular), ডিএসএল (DSL), স্যাটেলাইট (Satellite) ,ক্যাবল ( Cable)

WWW এর অর্থ কি এবং এর জনক কে?

WWW এর অর্থ World Wide Web. www (ওয়ার্ড ওয়াইড ওয়েব) এর আবিষ্কারক স্যার টিম বার্নাস লি। ১৯৮৯ সালে Switzerland Geneva Sarnia এ কর্মরত অবস্থায় Tim Burners Lee ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন।

ইন্টারনেট কিভাবে চলে

প্যাকেট রাউটিং নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেট চলে। ইন্টারনেট প্রটোকল (IP) ও ট্রান্সপোর্ট কন্ট্রোল প্রটোকল (TCP) এর মাধ্যমে সংযুক্ত। 

Internet এর জনক কে ?

ইন্টারনেটের জনক ভিনটন জি কার্ফ। ভিনটন জি কার্ফ একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী, যাকে আধুনিক ‘ইন্টারনেটের জনক’ বলা হয়ে থাকে।

Internet Search Engine এর জনক কে?

Internet Search Engine এর জনক হলেন এলান এমটাজ। তিনি স্কটল্যান্ডের স্টার্লিং বিশ্ববিদ্যালয়ে ওয়েব ক্রলিং সার্চ ইঞ্জিন আবিষ্কার করেছিলেন।

ইন্টারনেট কাকে বলে শেষ কথা

আমি আজকে ইন্টারনেট কাকে বলে এই আর্টিকেলে ইন্টারনেট সম্পর্কে যথেষ্ট তথ্য দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনি এই আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পন্ন পড়েছেন।

ইন্টারনেট সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি সবগুলো কমেন্ট পর্ব এবং উত্তর দেবো।

আর্টিকেলটি সম্পন্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Comment