অ্যাডসেন্স সিপিসি 4x গুন বৃদ্ধি করার 3টি কার্যকরী উপায় – increase adsense cpc

অ্যাডসেন্স সিপিসি নিয়ে মোটেও সন্তুষ্ট নয়, যারা বাংলা ব্লগিং করে। কারণ বাংলা ব্লগ সাইটের এডসেন্সের সিপিসি খুবই কম। অ্যাডসেন্স সিপিসি 4x বৃদ্ধি করার 3টি কার্যকরী উপায় আপনাদের হাতে কলমে দেখিয়ে দিব।

যারা এডসেন্স সিপিসি নিয়ে চিন্তিত, তো চলেন, আপনাদের ওয়েবসাইটে অ্যাডসেন্স সিপিসি কিভাবে বৃদ্ধি করবে?  এই টিপস আলোচনা করি।

অ্যাডসেন্স সিপিসি কি

এডসেন্স হচ্ছে গুগলের একটি এক নেটওয়ার্ক। এর সাহায্যে ব্লগ সাইটগুলোতে ads দেখানো হয়। যার ফলে ব্লগার বা সাইটের মালিকেরা ইনকাম করে থাকেন।

Cpc হচ্ছে প্রতি ক্লিকের জন্য খরচ। অর্থাৎ ব্লগ সাইটের ad দেখে যদি কোন ভিজিটর ক্লিক করে, ad নেটওয়ার্ক আপনার কত টাকা দিবে তার খরচ। 

বাংলা সাইটগুলোতে এর এর ক্লিক এর বিনিময়ে প্রতি ক্লিক এর বিনিময়ে অনেক কম ইনকাম দিয়ে থাকে। তার প্রধান কারণ হচ্ছে এখানে বিজ্ঞাপনের বিডিং সংখ্যা কম। 

অ্যাডসেন্স সিপিসি
অ্যাডসেন্স সিপিসি

বাংলাদেশে থেকে কম টাকায় বিজ্ঞাপন দিয়ে অনেক বেশি ট্রাফিক পাওয়া যায়।  কিন্তু উন্নত কান্ট্রিতে তা  সম্ভব নয়। তাই আমাদের সিপিসি  কম হয়ে থাকে। বিশেষ করে যারা জব এবং এডুকেশন সাইট নিয়ে কাজ করেন, তাদের সিপিসি আরো অনেক বেশি কম।  

তবে সিপিসি বৃদ্ধি করার কিছু টিপস রয়েছে, যে টিপস গুলো ফলো করে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটের সিপিসি বৃদ্ধি করতে পারবেন। 

সিপিসি বৃদ্ধি করার জন্য আমি আপনাদের  3টি টিপস দিব। আমার দেওয়া টিপসগুলো ফলো করে যদি আপনার সাইটে ad বসান। তাহলে অবশ্যই অনেক ভালো সিপিসি পাবেন। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। 

1. সাইটে ad এর পরিমাণ কমান:

অনেক ব্লগার আছে, যারা তাদের ওয়েবসাইটে অনেক বেশি পরিমাণে অ্যাড দেখিয়ে থাকেন।  এতে করে আপনার সিপিটি অনেক কমে যায়। যেহেতু এডসেন্স আপনাকে ad  ইম্প্রেশন উপর ভিত্তি করে টাকা দেয় না।  সুতরাং আপনার উচিত আপনার সাইটে কম ব্যবহার করা। 

ধরেন, আপনার একটি সাইডে দশটা ক্লিক করলো এর বিনিময়ে আপনি পাইলেন মাত্র 10 টাকা। কিন্তু অপর একটি সাইটে তিনটা ক্লিকে সে পাইল 20 টাকা।  তাহলে কার বেশী লাভ হলো?

সুতরাং আপনি যদি আপনার সাইটের  অ্যাডসেন্স সিপিসি বৃদ্ধি করতে চান, অবশ্যই ad সংখ্যা কমাতে হবে। আপনার সাইটে ad সংখ্যা কমাতে হলে, আপনার ভিজিটর জন্য ভালো এবং আপনার সাইটের ব্রাউনস রেট কমে যাবে। 

এখন অনেকের প্রশ্ন হতে পারে, যদি ad কম দেখায়, তাহলে বেশি ক্লিক পাব কিভাবে? আপনার প্রশ্নটির উত্তর নিচে রয়েছে:

2. সঠিক জায়গায় ad বসান:

 আপনার  সাইটে বেশি ad বসালে যে বেশি ক্লিক পড়বে এমন কোন কথা নয়।  বেশি এক বসালে ইউজার এক্সপেরিয়েন্স খারাপ হয়। এতে কোন ইউজার আপনার সাইটে  বারবার প্রবেশ করতে চাইবে না।  সুতরাং আপনার কম ad বসাতে হবে। 

অর্থাৎ যে জায়গায় এক বসালে ক্লিকের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ আপনাকে এটা নিশ্চিত হতে হবে যে আপনি সঠিক জায়গায় ad বসিয়েছেন। এখন আপনার প্রশ্ন হতে পারে, কোন জায়গায় ad বসালে বেশি ক্লিক করবে ?

আপনার প্রশ্নের উত্তরটি নিচের ভিডিওতে রয়েছে। নিচের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন:

3.কাস্টম ad বসান:

আমরা যখন কোন একটি সাইটে ad বসায়, তখন আমরা রেস্পন্সিভ  ad ব্যবহার করে থাকি। আপনি কি জানেন, adsense রেস্পন্সিভ ads সিপিসি অনেক কম হয়ে থাকে?

যদি না জানেন, তাহলে নিচের ভিডিওতে আপনাকে অবশ্যই দেখতে হবে। আপনার ওয়েবসাইটে এমন  সাইজের ad বসাতে হবে, যেখানে সিপিসি সংখ্যা বেশি থাকবে। 

আমি অনেক গবেষনা করে 3টি সাইজের অ্যাড খুজে পেয়েছি। অনেক ভালো cpc পাওয়া যায়। কিভাবে এই 3টি সাইজের ad বসাবেন? নিচের ভিডিওতে এই বিষয়গুলোই দেখিয়েছি।  নিজের ভিডিওটি অবশ্যই দেখবেন

Video

কাস্টম বানানোর কোড

CSS Code: কাস্টম ad বানানোর জন্য নিচের css কোডগুলো অবশ্যই আপনার ওয়েবসাইটের থিম ফাইলের কাস্টম সিএসএস এর জায়গায় বসাতে হবে:

.desktopwebsoriul{
	display:block;	
}
.mobilewebsoriful{
	display:none;
}	
@media (max-width: 768px) {
              .desktopwebsoriul{
              display:none; 
}
.mobilewebsoriful{
	display:block;
}
}

আরো পড়ুন:

Html Code: এইচটিএমএল কোড গুলোর ভিতরে অবশ্যই আপনার ad কোড গুলো বসাতে হবে

<div class="desktopwebsoriul">

        //Place your ad code here

</div>

<div class="mobilewebsoriful">

       //Place your ad code here

</div>

শেষ কথা:

আমার কথা অনুযায়ী কাস্টমের গুলো আপনার সাইটে বসান এবং আমার সমস্ত টিপস ফলো করে আপনার সাইটে এড গুলো রেখে দিন এবং এক সপ্তাহ পরে তার ফলাফল দেখুন অবশ্যই আপনার সিপিসি বৃদ্ধি পাবে

 বিশ্বাস না হলে একবার চেষ্টা করে দেখুন,  অবশ্যই আপনার সাইটে অ্যাডসেন্স সিপিসি বৃদ্ধি পাবে। আর যদি একবার সাথে কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।  আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। 

অ্যাডসেন্স সিপিসি 4x বৃদ্ধি করার টিপস আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Comment