জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের ফলাফল: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত 2020-2021 শিক্ষাবর্ষের নিয়মিত এবং অনিয়মিত, গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্ট 2023। 2021 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল। National University honours 1st year result 2023 Has Been Published On websoriful.com.
অনার্স প্রথম বর্ষের ফলাফল 2020-21
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
এখানে আপনাদের সামনে তুলে ধরব অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত আপডেট। NU অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত দেখতেই এয়ার টিকেট যোগার করা।
অনার্স প্রথম বর্ষের ফলাফল 2022
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত 2023 সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল মে 2023 তারিখে সন্ধ্যা 6 টায় প্রকাশ করা হবে। প্রকাশিত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল www.nu.ac.bd/results থেকে এবং এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে।
একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমােদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত 2023 সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফল SMS এর মাধ্যমে যে কোন মােবাইলে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকে জানা যাবে।
প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশােধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি/অভিযােগ থাকলে ফলাফল প্রকাশের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে লিখিত ভাবে আবেদন করতে হবে।
অনার্স প্রথম বর্ষের ফলাফল ২০২৩ দেখার পদ্ধতি
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের ফলাফল দেখার জন্য আপনাকে তিনটি ধাপ অনুসরণ করতে হবে। আপনি আপনার মোবাইল এর মাধ্যমে খুব সহজেই অনলাইনে অনার্স প্রথম বর্ষের ফলাফল দেখতে পারবেন।
ধাপ-1: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফলাফল দেখার জন্য ভিজিট করুন http://results.nu.ac.bd/ অফিশিয়াল ওয়েবসাইটে।
ধাপ-2: Honours লেখাটির প্লাস আইকনটিতে ক্লিক করুন এবং প্রথম বর্ষের ক্লিক করুন তারপর নতুন একটি পেজ ওপেন হবে
ধাপ-3: আপনার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং এক্সাম এরপর সিলেক্ট করে ক্যাপচাটি পূরণ করে সার্চ রেজাল্ট বাটনটিতে ক্লিক করুন।
SMS এর মাধ্যমে অনার্স প্রথম বর্ষের রেজাল্ট দেখার নিয়ম 2023:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল খুব সহজেই আপনার মোবাইলে SMS এর মাধ্যমে দেখতে পারবেন। মোবাইলে SMS এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022 সালের অনার্স প্রথম বর্ষের ফলাফল দেখতে নিচে ধাপ অনুসারন করুন:
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন NU এরপর একটি স্পেস দিয়ে বড় হাতের লিখুন H1 এরপর আপনার অনার্স প্রথম বর্ষ পরীক্ষা রোল নম্বর লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিন।
উদাহরণঃ NU<space>H1<space>239887 এরপর মেসেজটি পাঠিয়ে দেন 16222 এই নম্বরে
এখানে,
NU | National University এবং |
H1 | Honours 1st year. |
239887 সংখ্যাটি হল আপনার রোল নাম্বার। হই সংখ্যাটির জায়গায় আপনার অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রোল নম্বর দিতে হবে।
অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের ফলাফল: জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলক্রটি পরিলক্ষিত হলে, তা সংশােধন করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।
ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন অভিযােগ থাকলে ফলাফল প্রকাশের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিত ভাবে জানাতে হবে। অন্যথায় কোন আপত্তি/অভিযােগ গ্রহণ করা হবে না।
অনার্স প্রথম বর্ষের মার্কশীটসহ ফলাফল অনলাইনে দেখার নিয়ম ২০২৩
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের ফলাফল অনলাইনে দেখার জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট http://www.nu.ac.bd/results/ এ ভিজিট করুন। অনার্স প্রথম বর্ষের ফলাফল পাবলিস্ট হওয়ার পর সেখানে দেখা যাবে।
আপনি আপনার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষার বছর এবং ক্যাপচা পূরণ করে রেজাল্ট সার্চ বাটন টি তে ক্লিক করুন তাহলেই আপনার রেজাল্ট মার্কশিট সহ বেরিয়ে আসবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ফলাফল এর গ্রেডিং
জাতীয় বিশ্ববিদ্যালয় আপনার নাম্বার অনুযায়ী গ্রেটিং দেওয়া হবে। অর্থাৎ আপনি মোট 100 নম্বরের পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে 80 নম্বর হচ্ছে লিখিত এবং বিষ্ণুপুর হচ্ছে ব্যবহারিক। 80 নম্বরের জন্য আপনি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়েছেন। 20 নাম্বার আপনার কলেজের শিক্ষকগণ আপনাকে প্রদান করবে।
Mark | Grade Point (GP) | Letter Grade (LG) | Division |
80-100 | 4.00 | A+ | 1ম বিভাগ |
75-79 | 3.75 | A | 1ম বিভাগ |
70-74 | 3.50 | A- | 1ম বিভাগ |
65-69 | 3.25 | B+ | 1ম বিভাগ |
60-64 | 3.00 | B | 1ম বিভাগ |
55-59 | 2.75 | B- | 2য় বিভাগ |
50-54 | 2.50 | C+ | 2য় বিভাগ |
45-49 | 2.25 | C | 2য় বিভাগ |
40-44 | 2.00 | D | 3য় বিভাগ |
0-39 | 0.00 | Fail | ফেল |
শেষ কথা
উপরে পদ্ধতি ফলো করে আপনি খুব সহজেই জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের ফলাফল দেখতে পারবেন৷ অনার্স প্রথম বর্ষের ফলাফল দেখতে আপনার যদি কোন প্রশ্ন অথবা পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন৷ আমি সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব৷
অনলাইনে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড ও আবেদন করার নিয়ম 2022
অনার্স প্রথম বর্ষের ফলাফল দেখতে আপনার যদি কোন সমস্যা হয়, তাহলে কমেন্টে সমস্যাটা বিস্তারিত লিখবেন অবশ্যই৷ বিস্তারিত লিখলে আমি সমাধান দেয়ার চেষ্টা করব৷ আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না৷ সবাইকে অসংখ্য ধন্যবাদ৷
Thanks