ডিজিটাল মার্কেটিং কি – অনলাইন প্রচারণা কেন গুরুত্বপূর্ণ?

বর্তমান সময় হল ডিজিটাল প্রযুক্তির সময়। সবধরনের কাজকর্ম এখন ডিজিটাল ভাবেই হচ্ছে। ঠিক তেমনি বড়-বড় ব্যবসায় প্রতিষ্ঠান বা কোম্পানি গুলো তাদের পণ্য প্রচারণার ক্ষেত্রে অনলাইন প্রচারণাকে ব্যবহার করছে। এছাড়া অন্যান্য মার্কেটিং মেথড এর ছেয়ে ডিজিটাল মেথড গুলো ১০গুণ বেশি ফলাফল দেয়। তাই, বেশিরভাগ প্রচারণা এখন অনলাইন মাধ্যমেই হচ্ছে। অন্যদিকে ক্যারিয়ার হিসেবে অনেক প্রফেশনাল একটি পেশা হিসেবে জনপ্রিয় হয়ে উটেছে।

মার্কেটিং কি?

ইংরেজি ‘MERKETING’ শব্দের অর্থ হল বিপণন করা বা প্রচার করা।
সাধারনত প্রচারণা করাই হল মার্কেটিং।

ডিজিটাল মার্কেটিং কি ?

ডিজিটাল মার্কেটিং কি
ডিজিটাল মার্কেটিং কি

ডিজিটাল মার্কেটিং কি : ডিজিটাল ডিভাইস এবং প্রযুক্তি (মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি) ব্যবহার করে কোন পণ্য বা সার্ভিসের প্রচারণা করাই হলো ডিজিটাল মার্কেটিং। যেটাকে অনলাইন প্রচারণা ও বলা হয়।

উইকিপিডিয়ার মতে, ডিজিটাল মার্কেটিং কি 
DIGITAL MARKETING IS THE MARKETING OF PRODUCTS OR SERVICES USING DIGITAL TECHNOLOGIES, MAINLY ON THE INTERNET, BUT ALSO INCLUDING MOBILE PHONES, DISPLAY ADVERTISING, AND ANY OTHER DIGITAL MEDIUM.

ডিজিটাল মার্কেটিং কি  বাংলা অর্থ “ডিজিটাল মার্কেটিং হল ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পণ্য বা পরিষেবাগুলির বাজারজাতকরণ, মূলত ইন্টারনেটে, তবে মোবাইল ফোনগুলি অন্তর্ভুক্ত করা, বিজ্ঞাপন প্রদর্শন করা, এবং অন্য কোনও ডিজিটাল মিডিয়াম।”

হাবস্পট ব্লগের মতে, ডিজিটাল মার্কেটিং কি :
DIGITAL MARKETING ENCOMPASSES ALL MARKETING EFFORTS THAT USE AN ELECTRONIC DEVICE OR THE INTERNET. BUSINESSES LEVERAGE DIGITAL CHANNELS SUCH AS SEARCH ENGINES, SOCIAL MEDIA, EMAIL, AND OTHER WEBSITES TO CONNECT WITH CURRENT AND PROSPECTIVE CUSTOMERS.

ডিজিটাল মার্কেটিং কি :  বাংলা অর্থ “ডিজিটাল মার্কেটিং সমস্ত মার্কেটিং ইফেক্টস যা একটি ইলেকট্রনিক ডিভাইস বা ইন্টারনেট ব্যবহার করে। ব্যবসায়ীরা ডিজিটাল চ্যানেলগুলি যেমন সার্চ ইঞ্জিন, সামাজিক মিডিয়া, ইমেল এবং অন্যান্য ওয়েবসাইটগুলি বর্তমান এবং সম্ভাব্য গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করে।”

সার্টিফিকেট সহ 4টি ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স

ছোট ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বপূর্ণ

ডিজিটাল মার্কেটিং কি এবং ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার

অনলাইন প্রচারণা কেন গুরুত্বপূর্ণ

ডিজিটাল মার্কেটিং কি : – একসময় ছিল যখন বাজারে নতুন কোন পণ্য আসলে তাদের কিছু কর্মী ঘরে ঘরে গিয়ে সেই পণ্য সম্পূর্ন সবাইকে জানিয়ে দিত এবং তাদেরকে কেনার আকৃষ্ট করত। বর্তমানে সেই প্রচারণা গুলো অনলাইনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই করা যাচ্ছে। গ্রাহকের কাছে পণ্যের গুণাগুণ, প্রয়োজনীয়তা সবকিছুই সুন্দরভাবে উপস্থাপন করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে।

এছাড়া বর্তমান সময়ে ৪০০ কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করতেছে এবং এই ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। তাহলে আপনি একবার ভেবে দেখুন আপনার ব্যবসার বা পণ্যের মার্কেটিং টা যদি অনলাইনে করেন তাহলে কি পরিমান কাস্টমার আপনি পেতে পারেন। এজন্য প্রতিটা ব্যবসায়ের ক্ষেত্রে অনলাইন প্রচারণা গুরুত্বপূর্ণ।

ডিজিটাল মার্কেটিং কিভাবে করবেন?

ডিজিটাল পদ্ধতিতে মার্কেটিং করার অনেক মেথড হল ডিজিটাল মার্কেটিং। আপনার ব্যবসায়ের জন্য কোন মেথডটা বেশি কার্যকর, আপনার পণ্যটি কোন মেথডে সহজে গ্রাহকের কাছে পৌছাতে পারবেন তা আপনাকে খুজে বের করতে হবে। এরপর আপনাকে সেই মেথডেই মার্কেটিং করতে হবে। ডিজিটাল মার্কেটিং কি : 
সেরা কয়েকটি ডিজিটাল মার্কেটিং মেথড :

  • Search Engine Optimization
  • Social Media Marketing
  • Affiliate Marketing
  • Content Marketing
  • Email Marketing
  • Display Advertising
  • Viral Marketing

Search Engine Optimization :

SEO : SEARCH ENGINE OPTIMIZATION এর সংক্ষিপ্ত রূপ  
গুগল, ইয়াহু, বিং এর মত সার্চ ইজ্ঞিন গুলোতে নিজের ওয়েবসাইটকে, নিজের প্রোডাক্ট গুলোতে সবার প্রথমে নিয়ে আসাটাই হল এসইও এর কাজ। বর্তমানে প্রত্যেকে কম-বেশি ব্রাউজার ব্যবহার করে। এখন প্রত্যেকে কোন একটা প্রোডাক্ট নেওয়ার আগে গুগল এ সার্চ করে জেনে নেই ঐ প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত। এরপর তার প্রোডাক্টটি ভাল লাগলে সে অর্ডার করে দেয়।

এখন আপনার সাইটটি যদি সার্চইজ্ঞিন এর প্রথমে না থাকে তাহলে আপনি কখনো ভিজিটর পাবেন না। আর ভিজিটর নেই মানে আপনার বিক্রি নেই। এজন্য আপনার ওয়েবসাইট বা প্রোডাক্ট পেইজ গুলোকে এসইও করা গুরুত্বপূর্ণ। এছাড়া এই সেক্টর এর ভ্যালো ফ্রিল্যান্সিং মার্কেটে সবচেয়ে বেশি। ডিজিটাল মার্কেটিং কি 

Search Engine Marketing :

SEM: SEARCH ENGINE MARKETING এর সংক্ষিপ্ত রূপ. যাকে পেইড মার্কেটিং ও বলা হয়।
নিজেদের ওয়েবসাইট বা প্রোডাক্ট পেইজ গুলোকে টাকা ব্যায়ের মাধ্যমে যখন সবার সামনে মার্কেটিং করাই হল এসইএম। আমরা যখন গুগলে সার্চ করি তখন আর্গনিক রেজাল্ট এর উপরে কয়েকটা রেজাল্ট থাকে যা পেইড রেজাল্ট। যেগুলোতে এ্যাড লেখা থাকে। এই কাজটি সঠিকভাবে করতে একজন মার্কেটার এর প্রয়োজন হয়। অন্যতায় সঠিকভাবে করতে না পারলে আপনার টাকা এবং শ্রম দুইটাই ব্যার্থ।

অফ পেজ এসইও কি? অনপেজ এসইও এর গুরুত্ব

টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও কেন গুরুত্বপূর্ণ?

এসইও ফ্রেন্ডলি রাইটিং, ব্লগ পোস্ট লেখার ১০টি টিপস যা গুগলে রাঙ্ক করবে

on-page SEO কি? অনপেজ এসইও কেন গুরুত্বপূর্ণ?

Social Media Marketing :

SOCIAL MEDIA MARKETING কে সংক্ষেপে  বলা হয় SMM.
সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো (ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন) ব্যবহার করে যে মার্কেটিং করা হয়, তা হল সোশিয়াল মিডিয়া মার্কেটিং বা হল ডিজিটাল মার্কেটিং
বর্তমান সময়ে সারা বিশ্বে ৩০০ কোটির বেশি সোশিয়াল মিডিয়া ব্যবহারকারী রয়েছে। তারা প্রতিনিয়ত সোশিয়াল মিডিয়া গুলো ব্যবহার করতেছে।

প্রচুর পরিমাণ ব্যবহারকারীর কাছে যদি আপনি সঠিকভাবে আপনার পণ্যের প্রচারণাটা করতে পারেন, তাহলে আপনার কাস্টমার এর অভাব হবে না।
এছাড়া অনেক কোম্পানি সোশিয়াল মিডিয়াকে তাদের প্রচারণার প্রধান মাধ্যম হিসেবে নিয়েছে। শুধুমাত্র সোশিয়াল মিডিয়ার মাধ্যমেই নতুন একটি ব্যবসা চালু করা সম্ভব এবং অনেকেই করতেছে। এজন্য মার্কেটিং এর ক্ষেত্রে সোশিয়াল মিডিয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ডিজিটাল মার্কেটিং কি : 

Affiliate Marketing : ডিজিটাল মার্কেটিং কি :

বড় বড় কোম্পানি গুলো তাদের ব্যবসায়ের বিক্রি বৃদ্ধির জন্য তারা অ্যাফিলিয়েট সিস্টেম চালু করে রাখে। অ্যাফিলিয়েট মার্কেটিং হল নিজেদের পণ্য গুলো অন্যের মাধ্যমে বিক্রি করা। অর্থাৎ আপনি ঐ কোম্পানির তৃতীয় ব্যাক্তি হয়ে দ্বিতীয় ব্যাক্তির কাছে তাদের পন্য বিক্রি করা। বিক্রয়টি আপনার মাধ্যমে হওয়াই আপনি নির্দিষ্ট পরিমানের কমিশন আপনাকে দেওয়া হবে। এতে কোম্পানি এবং তৃতীয় ব্যাক্তি দুজনেই লাভবান।

বর্তমানে প্রত্যেকটা কোম্পানিই তাদের ব্যবসায়ে অ্যাফিলিয়েট সিস্টেম রাখে। একটা ব্যবসায়ের ব্র্যান্ড তৈরির ক্ষেত্রে, পণ্যের বিক্রয় বৃদ্ধির ক্ষেত্রে অ্যাফিলিয়েট সিস্টেমটা অনেক বেশি কার্যকর। বিশ্বের সবচেয়ে বড় অ্যাফিলিয়েট কোম্পানি হচ্ছে এমাজন। এমাজন অ্যাফিলিয়েট করেও আপনি ভালো কমিশন অর্জন করতে পারবেন।

Content Marketing

ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কনটেন্ট। কনটেন্ট হল আমরা যেকোন কিছু হতে পারে, যেমন: ছবি, অডিও, ভিডিও, টেক্স ইত্যাদি। আপনি যখন প্রচারণা করবেন তখন আপনাকে কনটেন্ট গুলো সঠিকভাবে, সঠিক যায়গায়, সঠিক সময়ে ব্যবহার করতে পারেন| তাহলে আপনার ফলাফলও সঠিকভাবে পাবেন। সুতরাং, আপনার পণ্যের প্রচারণার ক্ষেত্রে আপনার কনটেন্ট কে সঠিকভাবে ব্যবহারের গুরুত্ব দিন।

Email Marketing

ইমেইল এর মাধ্যমে নিজেদের পন্য বা সেবা সম্পর্কে গ্রাহকদের জানিয়ে দেওয়ায় হল ইমেইল মার্কেটিং।
ডিজিটাল প্রযুক্তির এই সময়ে প্রত্যেকের একটা দুইটা ইমেইল এড্রেস থাকে এবং সবাই প্রতিদিন কম-বেশি তাদের ইমেইল বক্স চেক করে। এতে আপনার পাঠানো মেইলটি চেক করে তারা নতুন পণ্য সম্পর্কে বা বিভিন্ন অফার সম্পর্কে জানতে পারবে। আপনার গ্রাহকদেরকে ইমেইল মার্কেটিং করতে বিভিন্ন ফর্ম ফিল-আপ বক্স এর মাধ্যমে তাদের ইমেইর গুলো সংগ্রহ করে নিতে পারেন।

Display Advertising

প্রচারণার মাধ্যম গুলোর মধ্যে এটিও একটি জনপ্রিয় মাধ্যম। ইন্টারনেট ব্যবহার করার সময় আমারা বিভিন্ন ধরনের পণ্যের বা সার্ভিসের এ্যাড দেখতে পায়, তাই হলো ডিসপ্লে এ্যাডভারটাইজিং।
প্রতিনিয়ত প্রত্যেকেই ইন্টারনেট ব্যবহার করে। এতে আপনার প্রচার এ্যাড গুলোর মাধ্যম তারা আপনার কোম্পানি, সেবা বা পণ্য সম্পর্কে জানতে পারবে। ডিজিটাল মার্কেটিং কি : 

Viral Marketing

এই মাধ্যমটি ডিজিটাল মার্কেটিং এর অন্যসব মাধ্যম গুলো থেকে আলাদা এবং সবচেয়ে বেশি কার্যকরী। ভাইরাল মার্কেটিং এমন একটা পদ্ধতি যার ফলে মুহুর্তের মধ্যেই আপনার প্রচার করা বস্তুটি সবার কাছে পৌছে যাবে। এই ধরনের প্রচারণা গুলো বাতাসের সাথে সাথে সবার কাছে গিয়ে পৌছায়। এগুলো সাধারনত গ্রাহকের ধারায় হয়ে থাকে। এই মাধ্যমে মার্কেটিং করার জন্য আপনাকে সবার থেকে আলাদা ভাবে করতে হবে। এমন কিছু করতে হবে, যাতে সবাই সেটা নিয়ে একজন অন্যজনের সাথে শেয়ার করে। এটাই হল ভাইরাল মার্কেটিং।

উপরের বর্ণিত সবগুলো মেথড ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ব্যবহারিত হয়। এছাড়া আরো অনেক মেথড যেগুলো তেমন কার্যকর হয় না। এগুলোই সবচেয়ে বেশি ব্যবহারিত। ডিজিটাল মার্কেটিং কি : 

ক্যারিয়ার হিসেবে কেমন হবে?

ডিজিটাল প্রযুক্তির এই সময়ে সবকিছু ডিজিটাল ভাবেই সংগঠিত হচ্ছে। আপনি এই আর্টিকেল টা পড়তেছেন তাও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে। প্রতিদিন নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, নতুন নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে। এই নতুন সবকিছু মানুষের কাছে জানানোর জন্য একজন মার্কেটার এর প্রয়োজন। এছাড়া পুরাতন ব্যবসায় গুলোতে বিভিন্ন ধরনের নতুন পণ্য আসে। তার জন্য ও মার্কেটিং প্রয়োজন।

বর্তমান সময়ে ৮৬% কোম্পানি তাদের মার্কেটিং এর জন্য ডিজিটাল পদ্ধতি কেই বেচে নিয়েছে। অন্যদিকে এই সেক্টরটা অনেক বড়সড়, তাই এতে কাজের কোন শেষ হবে না। এখন, আপনি নিজেই ভেবে দেখুন ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং কেমন হবে।

কয়েকটি পরিসংখ্যান – ডিজিটাল মার্কেটিং কি : 
এটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার কিছু সুযোগ সুবিধা রয়েছে,
যেমনঃ বিশ্বে শেরা একশটা চাকরির মধ্যে ডিজিটাল মার্কেটিং ৩১ তম।😎
এছাড়া একজন ডিজিটাল মার্কেটার এর বাৎসরিক আয় ৮৯ লক্ষ টাকা।🤑
ডিজিটাল মার্কেটার এর বেকারত্বের হার ১.৮%😯

ডিজিটাল মার্কটিং কিভাবে শিখবেন?

আপনি অনেকভাবেই শিখতে পারবেন। এখন কথা হল, কিভাবে শিখলে আপনি সহজেই শিখতে পারবেন। কয়েকটি প্রকার : –
অনলাইনে কোর্স করা
বর্তমানে অনলাইনের মাধ্যমে সকল কিছু শিখতে পারবেন। আপনি ইউডেমি, কোর্সেরা, স্কিলশেয়ার এর মত প্রতিষ্ঠান গুলো থেমে অল্প টাকায় একদম প্রফেশনাল কোর্স গুলো করতে পারবেন। এই কোর্সগুলো ইংরেজি ভাষায় তাই আপনাকে অল্প একটু হলেও ইংরেজি জানতে হবে।
ট্রেনিং সেন্টার থেকে শিখা
আপনার আশেপাশে অনেক ট্রেনিং সেন্টার পাবেন। যেখান থেকে আপনি কোর্স করে শিখে নিতে পারবেন। ট্রেনিং সেন্টার এ শিখার ক্ষেত্রে অবশ্যই সঠিক এবং ভালো মানের ট্রেনিং সেন্টার থেকে শিখবেন। অন্যতায় আপনার সময় এবং টাকা দুইটাই বৃথা যাবে।
প্রাইভেট টিউটর এর কাছ থেকে শিখা
একটু খোজ নিলেই আপনার আশেপাশে অনেক প্রফেশনাল ডিজিটাল মার্কেটার পাবেন। যাদের কাছ থেকে আপনি প্রাইভেটলি শিখতে পারবেন। শিখার ক্ষেত্রে এটাই সবচেয়ে সেরা মাধ্যম। কারন, আপনি সবকিছু সঠিকভাবে বুঝতে এবং সহজ ভাষায় শিখতে পারবেন।
নিজে নিজে শিখা
আপনি যদি উপরের কোন মাধ্যমেই নয় নিজে নিজে শিখবেন তাহলেও পারবেন। এর জন্য আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে। নিজে নিজে শিখার জন্য আপনাকে গুগল এবং ইউটিউব থেকে একটা একটা সার্চ করে খুজে খুজে শিখতে হবে। আপনার অজানা সবকিছুই গুগল এবং ইউটিউব থেকে শিখে নিতে পারবেন।
নিজে নিজে শিখার ক্ষেত্রে যেভাবে শিখবেন।
তাদের জন্য আমার ছোট একটা টিপস, নিচে দেখেন প্রায় ৪০টা প্রশ্ন দিয়েছি। প্রশ্ন গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে একটা একটা করে রিসার্চ করতে হবে, গুগল, ইউটিউবে। ডিজিটাল মার্কেটিং কি : 

ডিজিটাল মার্কেটিং কি : এর  উদাহরণসরূপ –

WHAT IS DIGITAL MARKETING? এই কীওয়ার্ড টা প্রথমে নিবেন| তারপর গুগলে সার্চ দিবেন| যে ওয়েবসাইট গুলো আসবে, সেগুলো থেকে প্রথম 4/5 টা সাইটে ভিজিট করবেন এবং মনোযোগ সহকারে প্রতিটা আর্টিকেল পড়ার চেষ্টা করবেন।

=> গুগলে রিসার্চ করার পর ইউটিউবে যাবেন, একই ভাবে সার্চ করবেন, ইউটিউব থেকেও ৫-৬ টা ভিডিও দেখার চেষ্টা করবেন। আশা করি, অনেকটা ধারণা পেয়ে যাবেন। অন্নতপক্ষে বেসিক একটা স্বচ্ছ ধারণা পাবেন।
=> এইভাবে ৪০টা প্রশ্ন রিসার্চ করুন, ধাপে ধাপে। ডিজিটাল মার্কেটিং কি

  1. WHAT IS DIGITAL MARKETING?
  2. WHAT IS THE DIFFERENCE BETWEEN DIGITAL MARKETING AND INTERNET MARKETING?
  3. WHAT IS THE DIFFERENCE BETWEEN DIGITAL MARKETING AND TRADITIONAL MARKETING?
  4. WHAT ARE THE TYPES OF DIGITAL MARKETING?
  5. WHAT ARE THE BENEFITS OF DIGITAL MARKETING
  6. WHY DIGITAL MARKETING IS SO IMPORTANT?
  7. IS DIGITAL MARKETING THE FUTURE?
  8. WHAT JOBS ARE IN DIGITAL MARKETING?
  9. WHAT SKILLS DO YOU NEED FOR DIGITAL MARKETING?
  10. HOW TO BECOME A DIGITAL MARKETER?
  11. WHAT IS THE WEBSITE?
  12. WHAT ARE DOMAIN AND HOSTING?
  13. HOW TO BUY DOMAIN AND HOSTING?
  14. WHAT IS A NICHE?
  15. WHAT IS BLOG?
  16. WHAT IS THE DIFFERENCE BETWEEN WEBSITE AND BLOG?
  17. BLOG OR WEBSITE WHICH IS BETTER?
  18. WHAT IS THE DIFFERENCE BETWEEN BLOG AND VLOG?
  19. HOW TO START AN ONLINE BLOG?
  20. THE FREE WEBSITE CREATES THE LIST.
  21. WHAT IS SEO?
  22. WHAT IS SEM?
  23. WHAT IS SMM?
  24. WHAT IS PPC?
  25. WHAT IS CPC?
  26. WHAT IS EMAIL MARKETING?
  27. WHAT IS AFFILIATE MARKETING?
  28. WHAT IS CPA MARKETING
  29. WHAT IS CONTENT MARKETING?
  30. WHAT IS INBOUND MARKETING?
  31. WHAT IS E-COMMERCE MARKETING?
  32. WHAT IS THE DIFFERENCE BETWEEN SEO AND SEM
  33. WHAT IS THE DIFFERENCE BETWEEN SEO AND SMM
  34. WHAT IS THE DIFFERENCE BETWEEN SEO AND PPC
  35. WHAT IS THE DIFFERENCE BETWEEN PPC AND CPC
  36. WHICH IS BETTER SEO OR SEM?
  37. WHY SEO AND SMM ARE MORE IMPORTANT?
  38. DIGITAL MARKETING GLOSSARY.
  39. INTRODUCE DIGITAL MARKETING EXPERTS IN THE WORLD.
  40. SOME IMPORTANT WEBSITES FOR LEARNING DIGITAL MARKETING UPDATE.

ডিজিটাল মার্কেটিং কি :- শিখে আপনি কি কি করতে পারবেন?

প্রথমেই বলেছি, ডিজিটাল মার্কেটিং সেক্টরটা অনেক বড়। এক্ষেত্রে আপনার কাজের কখনো অভাব হবে না। তারপরও কয়েকটা মাধ্যম সম্পর্কে জেনে নিই :

মার্কেটার হিসেবে কাজ করা…

প্রত্যেক ব্যবসায় প্রতিষ্ঠান, কোম্পানির প্রচারণা করার জন্য একজন মার্কেটার এর প্রয়োজন হয়। তারা প্রতিনিয়ত একজন প্রফেশনাল মার্কেটার খুঁজে থাকে। এতে আপনি যদি একজন প্রফেশনাল মার্কেটার হন তাহলে আপনি এদের হয়ে কাজ করতে পারবেন।

ফ্রিলান্সার হিসেবে মার্কেটপ্লেস এ কাজ করা

ফাইভার, আপওয়ার্ক এর মত ফ্রিলান্সিং মার্কেটপ্লেস গুলোতে ডিজিটাল মার্কটিং এর অনেক ধরনের কাজ পাওয়া যায়। আপনি একজন ফ্রিলান্সার হিসেবে মার্কেটপ্লেস এ কাজ করতে পারবেন।
সার্ভিস দেওয়া


আপনার যে দক্ষতা গুলো আছে সেগুলো দিয়ে বিভিন্ন সার্ভিস দিতে পারেন। যেমন: এসইও সার্ভিস, মার্কেটিং সার্ভিস, কনটেন্ট তৈরি সার্ভিস ইত্যাদি। আপনি পার্টটাইম বা নির্দিষ্ট কাজের পরিমাণ অনুযায়ী পেমেন্ট ধার্য করে দিতে পারেন।
কোর্স করানো


এই সেক্টর এ আপনি যখন একেবারে মাস্টার হয়ে যাবেন তখন আপনি অনলাইনে বা অফলাইনে কোর্স করাতে পারেন। এতে নিজের ব্র্যান্ড ভালো বৃদ্ধি পাবে পাশাপাশি নিজের দক্ষতা আরো বাড়বে।
নিজে ব্যবসা করা


আপনার যখন মার্কেটিং সম্পর্কে ধারনা তাকবে, আপনি নিজেই যখন মার্কেটিং করবেন তখন আপনি সহজেই সামান্য পুঁজি দিয়ে অনলাইন বা অফলাইনে যেকোন একটা ব্যবসা করতে পারবেন। এরপর আপনি নিজেই সঠিকভাবে প্রচারণা করে ব্যবসাটাকে আরো করে নিতে পােবেন। ডিজিটাল মার্কেটিং কি

ফ্রিল্যান্সিং আউটসোর্সিং অনলাইন ইনকাম কি?

Fiverr vs Upwork- কোন মার্কেটপ্লেস সেরা?

ফাইভারে বায়ার রিকোয়েস্ট এবং যোগাযোগের টিপস

ফাইবার আপওয়ার্ক, কোন মার্কেটপ্লেসে কাজ করা উচিত? নতুনদের জন্য কোনটি সেরা

ফাইবার ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেসকে পছন্দ না করার 6টি কারণ

বিঃদ্রঃ বিনা অনুমতিতে কপি করা নিষিদ্ধ

2 thoughts on “ডিজিটাল মার্কেটিং কি – অনলাইন প্রচারণা কেন গুরুত্বপূর্ণ?”

Leave a Comment