অনলাইন ব্যবসার নাম রাখার টিপস ও দোকানের সুন্দর নামের তালিকা 2023

সবাই চাই তাঁর অনলাইন ব্যবসার নাম ও দোকানের সুন্দর নামের তালিকা খুঁজে বের করতে। সুন্দর অনলাইন ব্যবসার নাম খুঁজে বের করা অনেক কঠিন কাজ এবং ঝামেলা ও বটে।

কেননা অনলাইন ব্যবসার নাম নির্ধারণ করার ক্ষেত্রে ব্র্যান্ড ভ্যালু সহ অনেক বিষয়ে লক্ষ্য রাখতে হয়। যদি লক্ষ না রাখা হয় তাহলে ব্যবসা গ্রোথ এর ক্ষেত্রে  বড় একটা ক্ষতির মুখোমুখি হতে হবে।

অনলাইন ব্যবসার নাম
অনলাইন ব্যবসার নাম

সুতরাং সুন্দর অনলাইন ব্যবসার নাম নির্বাচন করুন নানান দিকে লক্ষ্য করে। ব্যবসার নাম নির্ধারণ করার ক্ষেত্রে কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হয় তা আমিই বলব, পাশাপাশি অনলাইন দোকানের সুন্দর নামের তালিকা বলব। 

অনলাইন ব্যবসার নাম নির্বাচনের জন্য 5 টি গুরুত্বপূর্ণ বিষয়:

1.ব্র্যান্ডিং নাম রাখুন:-

অনলাইন ব্যবসার নাম নির্বাচনের জন্য আপনার ব্র্যান্ডকে গুরুত্ব দিন। অর্থাৎ আপনি যে রিলেটেড অনলাইন বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, সেই রিলেটেড অনলাইন ব্যবসার নাম দেয়ার চেষ্টা করুন।

ধরেন, আপনি একজন ফ্রীল্যান্স ওয়েব ডিজাইন বা  ডেভেলপার। আপনি চাচ্ছেন ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট বিষয় নিয়ে একটি এজেন্সি তৈরি করবেন। তাহলে অবশ্যই নাম নির্ধারণের সময় ওয়েব, ডেভলপ, ডিজাইন ইত্যাদি শব্দ ব্যবহার করার চেষ্টা করুন।

উদাহরণস্বরূপ আমি একজন এসইও এবং ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। আমার অরজিনাল নাম হচ্ছে soriful islam.  যেহেতু আমি ওয়েব ডিজাইন এবং এসইও নিয়ে কাজ করি, তাই আমি আমার ব্র্যান্ডিং নাম রেখেছি websoriful. যাতে আমার ব্র্যান্ডিং নাম দেখেই ক্লায়েন্টরা বুঝতে পারে, আমি একজন ওয়েব ডিজাইন বা ডেভেলপার।

যদি আপনি একটি ই-কমার্স কোম্পানি প্রতিষ্ঠা করতে চান। তাহলে আপনার প্রোডাক্ট অনুযায়ী একটি ভেন্ডিং নাম পছন্দ করুন। যেটা বলতে সহজ এবং সবার মনে থাকবে।

উদাহরণস্বরূপ আমি একটি কসমেটিকসের অনলাইন ব্যবসা শুরু করতে চাই।তাহলে আমার জন্য বেস্ট নাম হবে ফেরিওয়ালা। কারণ আমরা বাস্তব জীবনে দেখি ফেরিওয়ালা বিভিন্ন কসমেটিক জিনিস বাড়ি বাড়ি ফেরি করে।

সুতরাং আমি বুঝাতে চাচ্ছি আপনার অনলাইন ব্যবসার জন্য প্রোডাক্ট বা সার্ভিস অনুযায়ী একটি নাম নির্বাচন করুন এবং সেটাকে ব্র্যান্ডিং করুন।

2. নাম সংক্ষিপ্ত রাখুন:-

অনলাইন ব্যবসার নাম নির্বাচন এর ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা : নাম সংক্ষিপ্ত রাখা। লম্বা নাম পরিহার করুন। যাতে করে ক্রেতারা খুব সহজেই মনে রাখতে পারে।

কেননা সংক্ষিপ্ত নাম সবার মনে থাকে এবং অনলাইন থেকে কোন পণ্য কেনার আগে অবশ্যই মনে রাখা অনলাইন বিজনেসটাই কাস্টমার  অনলাইনে সার্চ করবে এবং সেখান থেকে পণ্য কেনার চেষ্টা করবে।

যেহেতু আপনার বিজনেসটা অনলাইন ভিত্তিক হবে, তাই চেষ্টা করবেন সংক্ষিপ্ত এবং ব্র্যান্ডের নাম রাখার। যাতে আপনার কাস্টমারদের মনে রাখতে এবং খুঁজে বের করতে সহজ হয়।

3.সহজ নাম রাখুন:-

অনলাইন ব্যবসার নাম নির্বাচন এর সময় সহজ,ছোট এবং ব্র্যান্ডিং নাম নির্বাচন করুন। যাতে করে যে কেউ খুব সহজে উচ্চারণ করতে পারে এবং খুব সহজে মনে রাখতে পারে।

আপনার ব্যবসার নাম কাস্টমাররা যত বেশি মনে রাখতে পারবে, তত বেশি আপনার কোম্পানিতে তারা আসবে। আপনার পণ্য ক্রয় করবে।

সুতরাং আপনার ব্যবসাকে খুব দ্রুত পরিচিত করার জন্য অবশ্যই একটি সহজ সুন্দর নাম রাখুন।

4.অন্য ব্যবসার নাম কপি না করা:-

অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠানের নামের সাথে মিল রেখে অনলাইন ব্যবসার নাম রাখবেন না, এটা হলে তা হবে সবচেয়ে বড় বোকামি। সবসময় ইউনিক, স্মার্ট, ছোট ও সহজ নাম রাখার চেষ্টা করুন।

যদি আপনি অন্য কোন ব্যবসার নাম এর সাথে মিল রেখে আপনার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান নাম রাখেন, তাহলে আপনার ব্র্যান্ড ভ্যালু নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই এই বিষয়টি গুরুত্বসহকারে নিবেন

5.ডোমেইন মিল রেখে ব্যবসার নাম রাখুন:-

অনলাইন ব্যবসার নাম

অনেকে হয়তো বুঝতে পারতেছেন না ডোমেইন কি? সহজ কথায় ডোমেন হচ্ছে ওয়েব এড্রেস।  উপরের চিত্রটি দেখুন, আমি আমার ওয়েবসাইটে ভিজিট করেছি। এবং আমার ওয়েবসাইট এড্রেস “websoriful.com”। এটাই হচ্ছে এটাই হচ্ছে ডোমেইন। 

তাই আপনি যখন অনলাইন ব্যবসা করতে চাবেন এবং অনলাইন ব্যবসার নাম রাখতে চাইবেন। তখন অবশ্যই নামের সাথে ম্যাচিং করে ডোমেইন নামটি পরীক্ষা করে দেখবেন।

যদি দেখেন আপনার ব্যবসার নামের সাথে একটি ডোমেইন পাওয়া গেছে। তাহলে অবশ্যই সেই নামটি সিলেক্ট করতে পারে।

যদি দেখেন ডোমেইন নামটি পাওয়া যাচ্ছে না, তাহলে অবশ্যই সেই নামটি ব্যবহার করবেন না। কারণ অনলাইন ব্যবসায় আপনার কাস্টমার সবগুলো অনলাইনে থাকবে।

ফ্রিল্যান্সিং সম্পর্কে গুরুত্বপূর্ণ আর্টিকেল:

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো (সাকসেসফুল ফ্রিল্যান্সার হওয়ার জন্য 9টি ধাপ)

ফ্রিল্যান্সিং কাজ শেখার পর কোন মার্কেটপ্লেস দিয়ে কাজ শুরু করবেন?

অনলাইনে দোকানের সুন্দর নামের  খুঁজে বের করার কৌশল:

আপনি কোন ধরনের ব্যবসা শুরু করতে চাচ্ছেন, প্রথমে এটা চিন্তা করতে হবে এবং সেই ব্যবসা ক্যাটাগরির উপর ভিত্তি করে একটি নাম পছন্দ করবেন।

  1. পণ্য সম্পর্কিত নাম: দোকানের নাম সিলেক্ট করার সময় সর্বপ্রথম প্রাধান্য দিবেন আপনার পণ্যকে।
  2. পণ্যের ক্যাটাগরির সমার্থক শব্দ:  আপনি যে পন্যটি নিয়ে কাজ করবেন, সেই পণ্যের সমার্থক শব্দ গুলো খুজে বের করুন। এবং সেই সমার্থক শব্দ থেকে কি সুন্দর নাম খুজে বের করার চেষ্টা করুন।
  3. পণ্যের ক্যাটাগরির ইংরেজি নাম:  আপনি পণ্যের যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, সেই ক্যাটাগরি ইংরেজি নামগুলো খোঁজার চেষ্টা করুন। এবং ইংরেজি নামের সমার্থক শব্দগুলো খোঁজার চেষ্টা করুন।

অনলাইনে দোকানের সুন্দর নাম সিলেট করার পর আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে, তা হলো সে নামটির ডোমেনচেক করতে হবে।

ব্যবসার নামের সাথে মিল রেখে ডোমেইন কেনার জন্য আমি আপনাকে কয়েকটি ওয়েবসাইট সুপারিশ করব:

https://businessnamegenerator.com/businessname/

https://namelix.com/

https://www.oberlo.com/tools/business-name-generator

দোকানের সুন্দর নামের তালিকা:-

অনলাইনে দোকানের সুন্দর নামের তালিকা করার জন্য আমি আপনার অনলাইন ব্যবসাকে  3টি ভাগে বিভক্ত করেছি। এই 3ভাগ করা হয়েছে ব্যবসার ক্যাটাগরি উপর ভিত্তি করে।

কাপড়ের দোকানের নামের তালিকা:-

কাপড় এর জন্য অনলাইনে সুন্দর দোকানের নামের তালিকা  গঠন করার সময়, আপনাকে এমন একটি নাম পরীক্ষা করে নিতে হবে, যেটাতে কাপড়ের ক্যাটাগরিতে পড়ে। নিচে কাপড়ের দোকানের সুন্দর নামের তালিকা দেওয়া হল:

নিচে আমি কিছু উদাহরণ দিয়ে দিলাম:

  • বুটিক
  • বিডি বুটিক শপ
  • color Look
  • রং সন্ধান
  • ড্রেস পয়েন্ট
  • ঢাকাইয়া রং
  • The look
  • smile queen
  • পোশাক ফর্ম
  • পোশাক সিন্ডিকেট
  • পোশাক ফ্রস্ট
  • পোশাক সিলুয়েট
  • পোশাক মিস
  • পোশাকের ফ্যাদ
  • পোশাক খাঁজ
  • পোশাক শৈলী

কসমেটিক দোকানের সুন্দর নামের তালিকা:-

কসমেটিক দোকানের জন্য সুন্দর নামের তালিকা মধ্যে একটি হল ফেরিওয়ালা। এটা কমন এবং যারা গ্রামে থাকে আমরা সবাই এ সম্পর্কে জানে। নিচে কসমেটিক দোকানের সুন্দর নামের তালিকা দেওয়া হল:

  • আনন্দ ভাগ্য
  • ভিতরে টাটকা
  • বিউটি ওয়েভ
  • চকচকে এবং ছায়া
  • সুপা বিউটি
  • রিফাইন সে
  • কিউটি
  • আলটিমেট কুইন
  • বিউটি হাব
  • লেডি বার্ড
  • ডায়মন্ড রং
  • কর্নার

অনলাইন শপ দোকানের সুন্দর নামের তালিকা:-

আপনি যদি একটি অনলাইন শপ তৈরী করতে চান, অবশ্যই একটি সুন্দর নাম প্রয়োজন। আমি আপনাকে কিছু সুন্দর নাম জাস্ট একটু আইডিয়া দিব। নিচে অনলাইন অনলাইন শপ দোকানের সুন্দর নামের তালিকা দেওয়া হল:

  • চলো কিনি
  • হালখাতা
  • বাজারব্যাগ
  • সদাইপাতি
  • আমাদের শপ
  • দেশের বাজার
  • গ্রামের হাট
  • গ্রাম্য মার্ট
  • হিড়িক
  • হাটবাজার
  • হাটখোলা
  • পণ্যমালা
  • পসার
  • আপণ
  • পণ্যবিচিত্রা
  • পণ্যগৃহ

টি-শার্ট প্রিন্ট করার ব্যবসা নামের তালিকা

আপনি যদি টি-শার্ট প্রিন্ট করার ব্যবসা করতে চান তাহলে আমি এমন কিছু নাম সাজেস্ট করব এখান থেকে আপনি পছন্দ করতে পারেন

  • টিশার্ট স্কুট
  • টিশার্ট প্রেস
  • টিশার্ট পিং
  • টিশার্ট ক্লাসিক
  • টিশার্ট ড্যাপার
  • টিশার্ট মোড
  • প্রিন্টিং ইন্টেলেক্ট
  • টিশার্ট বুস্ট
  • টিশার্ট ভিশন
  • প্রিন্টিং ফায়ারস
  • টিশার্ট স্টেলি
  • টিশার্ট আউটরাইট
  • টিশার্ট ইন্সপায়ার
  • টিশার্ট সাইপার
  • প্রিন্টিং কোর
  • টিশার্ট লিডার
  • প্রিন্টিং সার্কেল
  • টিশার্ট সোয়াঙ্কি
  • টিশার্ট ড্যাশ
  • প্রিন্টিং অ্যালি
  • টিশার্ট কাটিং

আচারের ব্যবসা নামের তালিকা

আপনি যদি আচার ব্যবসা শুরু করতে চান তাহলে নিচের গুলো দেখতে পারেন

  • আচার সুপার
  • আচার ওডিসি
  • আচার আরাধনা
  • আচার পাওয়ার হাউস
  • আচার কর্নার
  • রিচুয়াল গ্যালাক্সি
  • আচার সিন্ডিকেট
  • আচার ক্রিস্পি
  • আচার অভিযান
  • আচার বিট
  • আচার খুপরি
  • আচার ট্রেস
  • রাজধানী
  • দ্যা ফিন্ড
  • আচার চাষি
  • ইন্টারেক্টিভ
  • রিচুয়াল অ্যাটলাস
  • আচার ফোরাম

আম বা ফলের ব্যবসার জন্য নামের তালিকা

আপনি যদি আম বা ফলের ব্যবসা করতে চান, তাহলে নিচের নাম গুলো থেকে আপনার পছন্দমত নাম বেছে নিতে পারেন

  • ফল পরিষেবা
  • ফল বিট
  • ফ্রুট কার্ল
  • ফ্রুট হাট
  • ফল ফাইন
  • ফল ডিশ
  • ফল চেরি
  • ফ্রুট হার্টি
  • ফ্রুট বয়
  • ম্যাঙ্গো প্ল্যানেট
  • আমের রাজা
  • সুস্বাদু আম
  • আম ডিপ
  • আম মিন্টি
  • আমের প্রেম
  • আমের মেলা
  • আম উৎসব
  • ঐতিহ্যবাহী ফল
  • ফলের দৃষ্টি
  • ফল বেরি
  • ফলের মাঞ্চ
  • ফলের কোট
  • ফল ক্লাস্টার
  • ফল কোকো
  • ফ্রুট গ্যালাক্সি
  • ফ্রুট গ্লিটজ
  • ফল ফ্যান্টাসি
  • ফ্রুট এম্পোরিয়াম

অনলাইন ফুড স্টল দোকানের সুন্দর নামের তালিকা:-

যদি আপনি অনলাইনে একটি ফুট অনলাইন স্টোর তৈরী করতে চান, তাহলে অবশ্যই আপনার সুন্দর একটি ব্র্যান্ডিং নাম প্রয়োজন।

আমি জাস্ট আপনাকে কিছু আইডিয়া দিব, এগুলা থেকে আপনি নিতে পারেন। অথবা আপনার পছন্দ অনুযায়ী যে কোন নাম ব্যবহার করতে পারেন। নিচে অনলাইন ফুড স্টল দোকানের সুন্দর নামের তালিকা দেওয়া হল:

আমার পছন্দ করা কিছু নাম হল:

  • খাদ্য গৃহ
  • স্বাদ বিচিত্রা
  • খাদ্যবিতান
  • ফুড কোর্ট
  • ফুডশপ
  • গ্রিন ক্যাফে
  • ৯৯ ক্যাফে 

ডিজিটাল মার্কেটিং

অনলাইন শপের নাম বা অনলাইন দোকানের নাম নির্বাচনের সঠিক পদ্ধতি

অনলাইন শপের নাম রাখার জন্য 5 টিপস এবং অনলাইন ব্যবসার নামের তালিকা

একটি অনলাইন ব্যবসা তৈরি করার জন্য 9টি প্রয়োজনীয় পদক্ষেপ

ছোট ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বপূর্ণ

আশা করি,  অনলাইন ব্যবসার নাম , প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা ও দোকানের সুন্দর নামের তালিকা সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছেন। এবং আশা করি আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন।

যদি আর্টিকেলটি ভালো লাগে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। যদি কোন কিছু ভুল হয়, যোগাযোগ করতে ভুলবেন না।আপনার উত্তরের অপেক্ষায়

74 thoughts on “অনলাইন ব্যবসার নাম রাখার টিপস ও দোকানের সুন্দর নামের তালিকা 2023”

  1. আইডিয়া গুলো সুন্দর ও কার্যকর। আমার নতুন ব্যবসা চালু করতে এই website টি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

    Reply
  2. Wonderful place to stay. I don’t normally stay in hostels but this was perfect – the beds are comfortable, and the rooms are quiet despite the fact that if you want to, you can spend time outside with other travelers and the staff – who, by the way, were exceptional. [Employee Name] really went out of her way to make sure everyone got what they needed!

    Reply
  3. Really best idea for business and earn mony by online to make a freelancer. Best post. Thank you soo much

    Reply
    • 👍👍👍 Thanks For Post 💖💖💖

      I really like your post. Thanks for sharing such a post. I learned a lot from watching your post. There are many instructive things in your post. I hope you share such posts for us every day. I’m with you

      Reply
  4. অনেক সুন্দর জিনিস। এটা খুবই উপকারি। ধন্যবাদ ভাই।

    Reply
  5. So good and helpful post.this is really beautiful. Onek vlo laglo vai. Babosa somporke onek kicu jante parlam. Moat informative post.thank for share❤️❤️❤️

    Reply
  6. I was planning to open an online clothing store. But very confused about the name. This article helped me to find the best name for my store. Thank you for the article.

    Reply
  7. অনেক তথ্যবহুল একটি আর্টিকেল লিখেছেন। ধন্যবাদ।

    Reply
  8. Obviously, very very important and helpful post..I learned many new necessary trick from this post..Thanks you for Sharing with us..

    Reply
  9. অনেক ভালো অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম

    Reply
  10. অনেক গুরুত্বপূর্ণ একটা পোষ্ট, আমার অনেক কাজে আসবে,

    Reply

Leave a Comment