অনলাইনে জন্ম নিবন্ধন : পৃথিবীতে এমন মানুষ নেই, যারা জন্ম নিবন্ধন কিংবা Birth Certificate সম্পর্কে জানে না। প্রত্যেক শিশুই জন্মের পর এই জন্ম সনদ বা জন্ম নিবন্ধন দেওয়া হয়।
যতক্ষণ পর্যন্ত না ন্যাশনাল আইডি কার্ড হাতে না পাই, ততখন মানুষের জন্ম নিবন্ধন কার্ডের সাহায্যে সব কাজ করে থাকে। স্কুলে ভর্তি থেকে শুরু করে সকল যাবতীয় কাজ জন্ম সনদ ব্যবহার করে করে।
আবার এই জন্মসনদ কার্ড পেতে ইউনিয়ন পরিষদে দ্বারে দ্বারে ঘুরতে হয়। এই ভোগান্তির কথা চিন্তা করে সরকার এখন থেকে জন্ম নিবন্ধন অনলাইনে আবেদন করার সিস্টেম করেছেন। যাতে আপনি সহজেই আপনার জন্ম সনদ পেতে পারেন।
এখন আপনি খুব সহজেই অনলাইনে আবেদন করে আপনি পেয়ে যেতে পারেন আপনার জন্ম নিবন্ধন সনদ
চলুন দেখে নেই কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করবেন এবং আপনার জন্ম নিবন্ধন সনদ অনলাইনে পরীক্ষা করবেন।….
অনলাইন জন্ম নিবন্ধন এর জন্য আবেদন
1.প্রথমেই এই অ্যাড্রেসে প্রবেশ করুন https://bdris.gov.bd/br/application
2.তারপর নিচের চিত্রের অবস্থায় দেখা যাবে আপনার কাঙ্খিত টিক বক্সে ক্লিক করুন।
3. পরবর্তী বাটনে ক্লিক করলে নিচের ইনফরমেশনের বক্সটি আসবে। আপনার সঠিক তথ্য দিয়ে ইনফর্মেশন বক্সটি পূরণ করুন। খেয়াল রাখবেন জন্ম নিবন্ধন আবেদনের বক্সে কোন ভুল যেন না হয়।
4. তারিক পূরণ করার সময় নিচের বক্সের মধ্যে একটি বক্স আসবে। অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে, নিচের ইনফরমেশন গুলো আপনার কাছে আছে।
5. উপরে ফরমটি সম্পূর্ণরূপে সঠিক ইনফরমেশন দিয়ে পূরণ করার পর নিচের ফরমটি আসবে। নিচের information টাও আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে পূরণ করতে হবে
6.ওপরের ফরমটি সঠিকভাবে পূরণ করার পর পরবর্তী বাটনে ক্লিক করলে নিচের ফরমটি আসবে।
7.উপরে ফরমটি তে ক্লিক করলে এরকম আরেকটি ইনফর্মেশন আসবে। অবশ্যই আপনাকে সম্পূর্ণভাবে পূরণ করতে হবে
8. স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি এক হয় তাহলে উপরের চেকবক্সটি ক্লিক করবেন। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তী বাটনে ক্লিক করবেন। পরবর্তী বাটনে ক্লিক করলে নিচের চিত্রটির মত একটি ফর্ম আসবে।
9. উপরে ফরমটি যদি আপনি সঠিকভাবে পূর্ণ করেন। তাহলে পরবর্তী বাটনে ক্লিক করবেন। পরবর্তী বাটনে ক্লিক করলে নিচের
চিত্রটির মত দেখা যাবে।
অনলাইনে জন্ম নিবন্ধন
10. পরবর্তীতে বাটনে ক্লিক করলে আপনার সমস্ত তথ্য দেখা যাবে। এখানে আপনার ইনফরমেশন এর সমস্ত তথ্য দেখা যাবে। নিচের চিত্রটি লক্ষ করুন
11. আপনার সকল ইনফরমেশন গুলো আবারও দেখে নিবেন। সবকিছু ঠিকঠাক থাকলে সাবমিট বাটনে ক্লিক করবেন।
12. সাবমিট বাটনে ক্লিক করলে নিচের চিত্রটির মত দেখা যাবে। তারমানে আপনার আবেদনটি এখন সাবমিট সমাপ্ত হয়েছে।
13. এখন আবেদন প্রিন্ট করতে হবে। আপনি আবেদন প্রিন্ট করতে আবেদন প্রিন্ট করুন বাটনে ক্লিক করুন।
আবেদন ফর্মটি প্রিন্ট করে আমি আপনি আপনার পোস্ট অফিসে যোগাযোগ করতে পারেন। এবং সেখান থেকে আপনার জন্ম নিবন্ধন কালেক্ট করতে পারেন
এখন এই ফরমটিকে প্রিন্ট করে খালিঘরের তথ্য পূরন করতে হবে।তারপরে যার নামে জন্ম নিবন্ধন করবেন তার বাবা মায়ের জাতীয় পরিচয় পত্রের কপি, টিকা বা মেডিকেল ডকুমেন্টস, ১০ বছরের উর্ধ্বে হলে সার্টিফিকেট সহ এই ফরমটি স্থানীয় নিবন্ধন কার্যালয়ে জমা দিবেন। এই ফরমটি টিকা দানকারী প্রতিষ্ঠান, ১০ বছরের উর্ধ্বে হলে শিক্ষা প্রতিষ্ঠান এবং কাউন্সিলর বা মেয়র হতে সত্যায়ন করাতে হবে অবশ্যই।
আপনি এই জন্ম নিবন্ধন আবেদন ফরমটি জমা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই আপনি পেয়ে যাবেন আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন।
অনলাইনে জন্ম নিবন্ধন অবস্থা চেক
আপনার জন্ম নিবন্ধনটি বর্তমানে কোন অবস্থায় আছে? জন্ম নিবন্ধন এর বর্তমান অবস্থা জানতে পারবেন এই লিংক থেকে→ https://everify.bdris.gov.bd/
- উপরের লিঙ্কটাতে ক্লিক করার পর নিচের উপরের চিত্রের মত একটি বক্স আসবে। এ বক্সটিতে আপনার জন্ম নিবন্ধনের নিবন্ধন নম্বর এবং আপনার জন্ম তারিখ পূরণ করার পর চেক ক্লিক দিবেন।
- নিচের চিত্রটি লক্ষ করুন। তারপর এরকম একটি চিত্র আসবে, যদি আপনার জন্ম নিবন্ধন অনলাইন হয়ে থাকে।
উপরের চিত্রটির মত আপনার জন্ম নিবন্ধন এর সমস্ত তথ্য আপনিও দেখতে পারবেন। যদি এই আর্টিকেলটি পড়ে উপকৃত হলে
অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না
অন্যান্য আর্টিকেল
সেরা মুভির তালিকা – সেরা সিনেমা, যে সিনেমা বদলে দিবে আপনার জীবন
2023 সালে অনলাইনে ইনকাম করার উপায়- কোন স্কিলের উপর আপনার কাজ শেখা উচিত!
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এর ভবিষ্যৎ , ফ্রিল্যান্সিং ভবিষ্যৎ 2023
একটি অনলাইন ব্যবসা তৈরি করার জন্য 9টি প্রয়োজনীয় পদক্ষেপ
জন্ম নিবন্ধন সম্পর্কিত প্রশ্ন এবং উত্তরঃ-
প্রশ্নঃ- জন্ম নিবন্ধন তৈরির পর কি তার কোন ভুল তথ্যের সংশোধন করা যাবে?
উত্তরঃ- হ্যাঁ, অবশ্যই ভুল তথ্যের সংশোধন করা যাবে। জন্ম নিবন্ধন এর ভুল তথ্য সংশোধন করার জন্য লিঙ্কটিতে ক্লিক করুন https://bdris.gov.bd/br/correction
প্রশ্নঃ- জন্ম নিবন্ধন সংশোধন করতে কত দিন লাগে?
উত্তরঃ- জন্ম নিবন্ধন নম্বর সংক্রান্ত সংশোধনের জন্য কমপক্ষে এক মাসের মত সময় লাগে। কিন্তু জন্ম নিবন্ধনের নাম ঠিকানা সংশোধন করতে 4/5 দিন যথেষ্ট।
প্রশ্নঃ- কোথা থেকে জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে?
উত্তরঃ- একটি আপনি কোন তথ্য সংশোধন করতে চান তার উপর নির্ভর করবে।আমি প্রথম প্রশ্নের একটি লিংক দিয়েছি উপরের লিংকটি মাধ্যমে আপনি জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন।
প্রশ্নঃ- কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন করব?
উত্তরঃ- জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করার জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারেন। জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করার জন্য অনলাইনে আবেদনের লিংক কি আমি আবার দিয়ে দিচ্ছি https://bdris.gov.bd/br/correction
জন্ম নিবন্ধন নম্বর এর গুরুত্ব
জন্ম নিবন্ধন আমাদের প্রত্যেক জীবনে অনেক গুরুত্বপূর্ণ। জন্ম নিবন্ধন নম্বর এর গুরুত্ব অনেক। স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে পাসপোর্ট এর জন্য আবেদন, ভোটার আইডি কার্ডের জন্য আবেদন ইত্যাদি সব কাজে জন্ম নিবন্ধন নম্বর এর প্রয়োজন পড়ে। বর্তমানে আপনি আপনার জন্ম নিবন্ধন নম্বর এর সাহায্যে covid-19 vaccine টিকার জন্য আবেদন করতে পারেন |
সর্বশেষ
একজন আদর্শ নাগরিক হিসেবে প্রত্যেকেরই দরকার সঠিক ইনফর্মেশন দিয়ে জন্ম নিবন্ধন তৈরি করা। কারন এই জন্ম নিবন্ধন বা জন্ম সনদের তথ্যকে কেন্দ্র করে আমাদের সকল সার্টিফিকেট থেকে শুরু করে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট সব তথ্য দেওয়া হয়। তাই নির্ভুল জন্ম সনদ আমাদের প্রত্যেকরই দরকার।
জন্ম নিবন্ধন ২০২৩ সম্পর্কিত সার্চ হিস্টরি
- জন্ম নিবন্ধন সংশোধন
- জন্ম নিবন্ধন হেল্পলাইন
- জন্ম সনদ ডাউনলোড pdf
- জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড পিডিএফ
- জন্ম নিবন্ধন দেখব
- জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড
- জন্ম নিবন্ধন স্থানীয় সরকার
- জন্ম নিবন্ধন নম্বরঃ
- জন্ম নিবন্ধন ফরম ২০২৩
- জন্ম নিবন্ধন নতুন লিংক ২০২৩, ইত্যাদি।
জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড নিয়ে এমনই উপকারী পোস্টের সন্ধানে ছিলাম।
ধন্যবাদ।
Do you mind if I quote a couple of your articles as long as I provide credit
and sources back to your blog? My blog is
in the exact same area of interest as yours and my visitors
would really benefit from a lot of the information you provide
here. Please let me know if this alright with you. Regards!
I am sure this paragraph has touched all the
internet users, its really really pleasant paragraph on building up new web site.
গুরুত্বপূর্ণ তথ্য। ধন্যবাদ