অনলাইনে ইনকাম করার উপায়- কোন স্কিলে কাজ শেখা উচিত ?

আপনি কি একটি ভালো অনলাইনে ইনকাম করার উপায় খুঁজতেছেন? 2023 সালে কোন স্কিল এ কাজ শিখবেন? কোন স্কিল আপনার জন্য পারফেক্ট হবে?

চলুন একটু গবেষণা করি, 2023 সালে অনলাইনে ইনকাম করার উপায়

অনলাইনে ইনকাম করার উপায়
অনলাইনে ইনকাম করার উপায়

আমি কোন কাজ শিখব

আমি শরিফুল ইসলাম, গত 3 বছর ধরে প্রফেশনাল ফ্রিলান্সার হিসেবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করছি. বাংলাদেশে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করা ফ্রিল্যান্সারদের মধ্যে ৩টা ক্যাটাগরির ফ্রিল্যান্সার বেশি।

  1. ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডেভেলপমেন্ট
  2. গ্রাফিক্স ডিজাইন
  3. SEO বা ডিজিটাল মার্কেটিং

চলুন প্রথমে ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কথা বলা যাক,

ওয়ার্ডপ্রেস থেকে অনলাইনে ইনকাম করার উপায়:

এখানে যদি আপনি ভালোভাবে কাজ করতে চান, তাহলে আপনার কোডিং দক্ষতা দরকার। যদি আপনি কোডিং না শিখতে চান, তাহলে বেশি দূর আগাতে পারবেন না।

এখন অনেকই বলবেন, আমার কমুক ভাই WordPress দিয়ে প্রচুর ইনকাম করে। সে কোটিং তো ভালো পারে না। তাহলে আমি কেন কোডিং ছাড়া বেশিদূর যেতে পারবো না?

হুম এটা খুবই সাধারন প্রশ্ন

আপনি হয়তো জানেন না, আমি গত প্রায় 3 বছর থেকে WordPress নিয়ে কাজ করি। আমি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অনেক কাজ করেছি। আপনি মাঝে মাঝে এমন সমস্যা সম্মুখীন হয়, যেটা আসলে কোডিং ছাড়া ঠিক করা সম্ভব না। 

আমি এমন সমস্যা সম্মুখীন অনেক হয়েছি। যেহেতু আমি WordPress নিয়ে কাজ করি, তাই এই বিষয়ে আমার বেশি জানার কথা। আর আপনি যে বড় ভাইয়ের কথা বলতেছেন,  তার সাথে কথা না বলে দেখুন। সে ওয়ার্ডপ্রেসে বেশি দক্ষ। তাকে প্রশ্ন করে দেখুন, সে অবশ্যই কোডিং বুঝে

আর আপনি যদি WordPress এর কাজ শিখে ৩য় ক্লাস এর ফ্রিলাসার হতে চান! সমস্যা নাই, হতে পারেন।  ফাইবারে গিগ করে , আপওয়াক এ বিট করে বসে থাকবেন। দিনশেষে দেখবেন কিছুই হয় নাই। কারন WordPress এ ৩য় শ্রেনির ফ্রিলাসারের অভাব নাই, এবং প্রতিনিয়ত হাজার হাজার ৩য় শ্রেনির ফ্রিল্যান্সার WordPress এর কাজ শিখে মার্কেটপ্লেস এ যোগদান করছেন।

ওয়েট ৩ শ্রেনির ফ্রিলান্সার, নামটা কেমন যেন হয়ে গেল ছেবড়া ছেবড়া…  ওও  একটা গুরুত্বপূর্ণ কথা তো বলায় হয় না,

অনলাইনে ইনকাম করার উপায়
অনলাইনে ইনকাম করার উপায়

যারা WordPress নিয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করে কাজ করে, এই ভিডিওটি দেখার পর তাদের অবস্থা

ওকে এখন ২য় ক্যাটাগরিতে যাওয়া যাক..

অনলাইনে ইনকাম করার উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ আর্টিকেল

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো (সাকসেসফুল ফ্রিল্যান্সার হওয়ার জন্য 9টি ধাপ)

কোন কিছু সম্পর্কে আর্টিকেল লেখা শুরু করার 18 টি টিপস

অনলাইনে আয় এর 5টি সেরা উপায়

ফ্রিল্যান্সিং আউটসোর্সিং অনলাইন ইনকাম কি?

গ্রাফিক্স ডিজাইন থেকে অনলাইনে ইনকাম করার উপায়:

গ্রাফিক্স ডিজাইন শিখবেন? সত্যিই কি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন? অন্যজনের ইনকাম দেখে গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন না তো?

ওকে যাইহোক আপনার ভালো ধৈর্য শক্তি আছে বলতে হবে। আরেকটি অনলাইনে ইনকাম করার উপায় হলো গ্রাফিক ডিজাইন । গ্রাফিক্স ডিজাইন শিখতে চাইলে আপনার এই ৪টি গুল থাকতেই হব:-

  1. ধৈর্য শক্তি, (আমার মতো অলস ও অধৈর্যশীল ব্যক্তি হলে আপনার জন্য গ্রাফিক্স ডিজাইন না)
  1. ক্রিয়েটিভ ডিজাইন আইডিয়া,  (যেটা আমার মধ্যে ০.০০% ও নাই)
  1. একই কাজ বার বার করার মানসিকতা থাকা ( অর্থাৎ মার্কেটপ্লেসের কাজে অনেক রিভিশন দিতে হবে। এর কারন হচ্ছে ৩০% কায়েন্ট আছে ,তারা জানে না যে তারা আসলে কি চাই।)
  1. প্রচুর কাজ করে ৫ বলার নেওয়ার মানসিকতা থাকা। এটা আপনার থাকতেই হবে। (শীতল থাকুন, এখানে ইনকাম কম না, অনেক কোটিপতি ক্লায়েট পাবেন)

 যদি উপরের ৪টা গুন আপনার মধ্যে থাকে, তাহলে গ্রাফিক্স ডিজাইন আপনার জন্যই‌। হ্যা ঠিকই শুনেছেন গ্রাফিক ডিজাইন আপনার জন্যই।

 ও হে  SEO(সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) ও  ডিজিটাল মার্কেটিং নিয়ে তো কথা বলা হয় নাই।

SEO ও  ডিজিটাল মার্কেটিং থেকে অনলাইনে ইনকাম করার উপায়

ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন, জামাল স্যাড় এর ভিডিও দেখছেন? 

ফেসবুক মার্কেটিং = আপনাকে ২০ টা ফেজবুক একাউন্ট খুলতে হবে, এবং ৫০০ USA UK buy sell ফেসবুক গ্রুপে জয়েন হতে হবে।  ফাইবারের গিগ হবে এমন ( বুঝার জন্য বাংলা ভার্সন) আমি UK USA ২০০ Group a Facebook মার্কেটিং করে দিবো.

দামটা হবে এমন 

  1. ১০০টা ফেসবুক গ্রুপ পোষ্টটিং মাত্র ৫ডলার
  2. ২০০ টা ফেসবুক গ্রুপ পোষ্টটিং মাত্র ১০ ডলার
  3. ৫০০ টা ফেসবুক গ্রুপ পোষ্টটিং মাত্র ২০ ডলার

একটা একাউন্ট দিয়ে যখন ১০টা ফেজবুক গ্রুপ এ পোস্ট দিবেন, একদিন পরে দেখবেন আপনার ফেসবুক একাউন্ট চান্দের দেশে🥺 আবার নতুন একাউন্ট খোলা, আমার ফেসবুক গ্রুপ এ জয়েন করে🥺🥺

ওকে এখন জ্যামাল স্যার এর SEO নিয়ে কথা বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ SEO(সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) হচ্ছে অফপেজ SEO. অনপেজ SEO(সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন} এর গুরুত্ব নাই, 🥺🥺

SEO(সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) ==

  • Free link building
  • Free Classified ad posting
  • Blog comment

আর ফাইবার গিগগুলো হবে এমন

১০০টা free classified  website a add posting 

দাম ৫ ডলার

সারাদিন খুইজা পাবেন মাত্র ২০টা উয়েবসইট, পোষ্ট দিতে জাবেন পোষ্ট করতে দিবে মাত্র ৫ উয়েবসইট সাইট। মাস শেষে দেখবেন ইন্টারনেট বিল দেওয়ার টাকা নাই। পরে কম্পিউটার বেইচা ইন্টারনেট বিল দিতে হবে। ও হে কোর্স এর দাম কিন্তু ৫০হাজার টাকা😂😂

আচ্ছা আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না? ওকে ভালো কথা। আমার মতো যারা জামাল স্যার এর স্টুডেন্ট আছে তারের সাথে কথা বলুন। ও হে এইটা তো বলাই হয় নাই আমি কিন্তু জামাল স্যার এর স্টুডেন্ট ছিলাম। ফ্রিল্যান্সার জামাল স্টুডেন্ট😁😁

জামাল স্যার এর কাছে প্রতারিত হয়ে WordPress শিখেছিলাম, এবং ২ বছর থেকে WordPress এ কাজ করতেছি।  কিন্তু আমার SEO এর প্রতি যতটা ঘৃনা নিয়ে WordPress শিখছি, এখন জামাল স্যারকে এর ২০০ গুন বেশি ঘৃণা করি।  এখন অবশ্যই আপনাদের মধ্যে একটা প্রশ্ন আছে, আরে ভাই তাহলে আমি শিখবোটা কি??

অবস্যই SEO ও ভিজিটার মার্কেটিং, কেন শিখবেন এর কিছু যুক্তি দেয়। অনলাইনে ইনকাম করার উপায়

ফাইবারের পাশাপাশি Upwork এ অনেক কাজ পাবেন। আপওয়াক এর কাজ কিন্তু ঘন্টা চুক্তি, মানে একজন ক্লায়েন্টর জন্য আপনি সাপ্তাহে ২০ ঘন্টা কাজ করবেন।  প্রতিঘন্টা রেট যদি ১০ ডলার হয়, তাহলে আপনি সাপ্তহ শেষে  ২০০ ডলার পাবেন। আর আপনি যদি ঐ ক্লায়েন্ট এর কাজে ভালো ফলাফল দিতে পারেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে মাসিক হিসেবে নিয়োগ করতে পারে।

তারমানে আপনি SEO শিখে লং টাইম ক্লায়েন্ট পাবেন। এখানে আরেকটা কথা আছে, SEO এর কাজে ৩য় শ্রেনির ফ্রিল্যান্সারের সংখ্যা কিন্তু অনেক বেশি। মানে আর কি দুই ঘন্টা ওয়ার্ডপ্রেস স্টুডেন্ট

সরকারি চাকরির খবর পেতে এখানে ক্লিক করুন

যদি আপনি ৩য় শ্রেনির ফ্রিল্যান্সার হন, তাহলে কিন্তু কম্পিউটার বিক্রি করে ঢাকা যেতে হবে। এখন আপনার মাথায় একটা প্রশ্ন আসছে, তাহলে আমি কিভাবে ভালো ফ্রিলাসার হবো? কিভাবে আমি SEO ও ডিজিটাল মার্কেটিং নিয়ে ভালো ফ্রিল্যান্সার হব? অনলাইনে ইনকাম করার উপায় এর জন্য আপনার করনীয়?

এর জন্য আপনাকে চারটি ধাপ পার হতে হবে

  1. আপনাকে আগে ভালোভাবে কাজ শিখতে হবে, কাজ শিখে আগে নিজের ওয়েবসাইট এ প্রয়োগ করতে হবে। যদি নিজের উয়েবসইট এ ভালো ফলাফল পান, তাহলে
  1. ভালো পোটফলিও রেডি করতে হবে, তারপর 
  1. মার্কেটপ্লেস নিয়ে একটু গবেষণা করেন ( আমার websoriful চ্যানেলে মার্কেটপ্লেস নিয়ে অনেক ভালো ভিডিও পাবেন) এবং 
  1. ধাপ হচ্ছে মার্কেটপ্লেস এ প্রবেশ করেন। ইনশাআল্লাহ আপনি খুব ভালো ফলাফল করতে পারবেন।

SEO ও  ডিজিটাল মার্কেটিং এর একটা +প্লাস পয়েন্ট বলি, SEO ও ডিজিটাল মার্কেটিং শিখে আপনি কিছু এক্সট্রা নির্দিষ্ট আয় করতে পারবেন।

SEO এবং ডিজিটাল মার্কেটিং শিখে আপনি ২টা উপায়ে এক্সট্রা ইনকাম করতে পারবেন।

  1. ব্লগিং
  2. ইউটিউব

অনলাইনে ইনকাম করার উপায় এ সম্পর্কে ভিডিও দেখতে চাইলে websoriful ক্লিক করেন

ইনশাআল্লাহ আমার পরামর্শ আপনার কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

14 thoughts on “অনলাইনে ইনকাম করার উপায়- কোন স্কিলে কাজ শেখা উচিত ?”

  1. Link exchange is nothing else but it is only placing the other person’s
    webpage link on your page at proper place and other person will also do similar in support of you.

    Reply
  2. বড় উপকার হলো খুবই গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল। বিস্তারিত আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

    Reply

Leave a Comment